টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে চার ইউনিয়নে আওয়ামীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান হলেন- সন্ধানপুর ইউনিয়নে মো.বেলায়েত হোসেন বেলাল, রসুলপুর ইউনিয়নে কাজী মাহবুব-উল- হক মাসুদ, ধলাপাড়া ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, লক্ষিন্দর ইউনিয়নে মো. সাইদুর রহমান। এদিকে সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাবু/জেএম