রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ফুটবল সম্রাটের বিদায়ে ক্রিকেট ঈশ্বরের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ PM
তিনি ছিলেন ফুটবলের সম্রাট। তবে তার রাজত্ব ছিলো ফুটবল ছাপিয়ে সমগ্র বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মনেই। বৃহস্পতিবার দিবাগত রাতে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবলের সেই সম্রাট ব্রাজিলের 'কালোমানিক' পেলে।

ফুটবলের মাঠ পেরিয়ে পেলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্রিকেটসহ অন্যান্য খেলার তারকাদের কাছেও। পেলের অন্যতম গুনগ্রাহী ছিলেন ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকার।

ফুটবল সম্রাটের মৃত্যুতে অন্যদের মতো শোকবার্তা জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘শুধু ফুটবলের নয়, পুরো বিশ্বের জন্য এটি একটি বড় ক্ষতি। খেলাধুলার মধ্যেই আপনি বেঁচে থাকবেন চিরদিন। শান্তিতে থাকুন পেলে!’

ফুটবলের এই কিংবদন্তির বিদায়ে সমগ্র বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ ভক্ত-সমর্থকদের থেকে শুরু করে শোক জানিয়েছেন ফুটবলের  বড় তারকা আর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও। 

ক্যান্সারের সঙ্গে দীর্ লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবলের রাজা 'কালোমানিক' পেলে। বৃহস্পতিবার দিবাগত রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে কেলি নাসিমেন্তো।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত