রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
গণমিছিল শেষ হওয়ার আগেই সমাপ্তি ঘোষণা আমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৬:২২ PM
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও কারাবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়, যা মগবাজার মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল। মিছিলের সমাপনী ঘোষণা দেওয়ার কথা ছিল দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। 

কিন্তু মিছিলের প্রথম অংশ মগবাজার পৌঁছালে তড়িঘড়ি করে সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তার ঘোষণা দেওয়ার প্রায় ১ ঘণ্টা পর মিছিলের শেষ অংশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অতিক্রম করে।

বেলা ৫টার দিকে শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা গণমিছিলের শেষ অংশে ছিলেন। মিছিলের প্রথম অংশে মহিলা দলের নেত্রীরা যখন মগবাজার মোড় ঘুরে আবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন, তখন মিছিলের শেষ মাথা অর্থাৎ শ্রমিক দলের দক্ষিণের নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয় অতিক্রম করেন।

এদিকে মিছিল শেষ হওয়ার আগেই আমানউল্লাহ আমানের সমাপ্তি ঘোষণা দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দলটির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমানউল্লার বাড়ি ফেরার তাড়া থাকলে তিনি চলে যেতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিছিল শেষ হওয়ার আগে তিনি কেন সমাপ্তি ঘোষণা দেবেন? এটা কোন ধরনের রাজনীতি?

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্য শেষে বেলা সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে গণমিছিল শুরু ঘোষণা দেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত