রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে আলাপ করেছেন। শুক্রবার এই আলাপে শি জিনপিংকে পুতিন বলেন, ‘চীন-রাশিয়ার মধ্যে ইতিহাসের সেরা সম্পর্ক বিরাজ করছে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, বেইজিংয়ের সাথে মস্কো সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। শি জিনপিংয়ের সঙ্গে আলাপে পুতিন এ বিষয়টির ওপর জোর দেন। খবর অনুসারে, শুক্রবার দুই নেতা ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে আলাপ করেন। পুতিন শি জিনপিংকে ২০২৩ সালে মস্কো সফরের আমন্ত্রণ জানান।
শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে পুতিনকে বলতে শোনা যায়, ‘প্রিয় সভাপতি, প্রিয় বন্ধু, আগামী বছরের বসন্তে (মার্চ থেকে মে পর্যন্ত রাশিয়ায় বসন্ত) মস্কোতে আমরা আপনার সফরের প্রত্যাশা করছি। এই সফর বিশ্বে রাশিয়া-চীনের মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠতা প্রদর্শন করবে।
আলোচনায় শি জিনপিং বলেন, কঠিন সময়ের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চীন আগ্রহী। তবে দীর্ঘ আলাপে দুই নেতার কেউই ইউক্রেন প্রসঙ্গ তোলেননি।
বাবু/জেএম