বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে মাদক কারবারি নিজাম উদ্দীনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতার মাদক কারবারি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাবু/এসআর