শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ডায়নামা মেকারের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ PM
নাটোরের বড়াইগ্রামে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বেলাল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  বেলাল হোসেন উপজেলার বড়াইগ্রাম গ্রামের আব্দুল ওহাব প্রধানের পালিত ছেলে এবং জামালপুর জেলার দেলোয়ার হোসেনের পুত্র । 

শুক্রবার রাত ৮টার টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ছিলেন একজন ডায়নামা মেকার।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার টার দিকে বেলাল হোসেন তার কর্মস্থল বনপাড়া ওয়ার্কশপ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল হোসেনের মৃত্যু হয়। 

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাবিবুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার ও নিহতের ডেট বডি বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহন পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত