নাটোরের বড়াইগ্রামে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বেলাল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বেলাল হোসেন উপজেলার বড়াইগ্রাম গ্রামের আব্দুল ওহাব প্রধানের পালিত ছেলে এবং জামালপুর জেলার দেলোয়ার হোসেনের পুত্র ।
শুক্রবার রাত ৮টার টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ছিলেন একজন ডায়নামা মেকার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার টার দিকে বেলাল হোসেন তার কর্মস্থল বনপাড়া ওয়ার্কশপ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাবিবুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল উদ্ধার ও নিহতের ডেট বডি বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। পরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহন পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
বাবু/এসআর