সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নির্বাচন বাধাগ্রস্ত করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০১ PM
নির্বাচনে না এলে বিএনপিকে আমরা জোর করবো না তবে নির্বাচন বাধাগ্রস্ত করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা আন্দোলনের খেলায় হেরে গেছে। আন্দোলনের খেলায় তারা আর পারবে না।’ রোববার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচরে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় বিএনপিকে ‘সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা আন্দোলন শুরু করেছে। কীসের আন্দোলন! আন্দোলন দেখেছেন? পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন পদযাত্রায় নেমেছে। গণআন্দোলন থেকে পদযাত্রা; পতনযাত্রা শুরু হয়েছে বিএনপির।

ওবায়দুল কাদের আরও বলেন, তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ তাদের জ্বালা। বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে। অন্তর্জ্বালায় শেষ হয়ে যাচ্ছে।”

শান্তি সমাবেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ডা. এনামুল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার থানা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম সুমন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন   ওবায়দুল কাদের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত