চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারীতে হাত-পা বাঁধা পরিচয়হীন এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের পশ্চিমে জোয়ারের পানিতে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়।
এর আগে বিকেল ৪টার দিকে সাগরে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদের নেতৃত্বে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কুমিরা নৌ-পুলিশের এসআই এনামুল হক বলেন, ভাটিয়ারী সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভাসমান একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। লাশের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। এছাড়া লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি কয়েকদিনের পুরনো বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জেএম