রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সরকার ভয় পেয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে : নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:১০ PM
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী মত দমনের মিশনে নেমেছে। বিএনপিসহ ৫৪টি দল রাজপথে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুগপৎ আন্দোলন করায় সরকার ভয় পেয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

বুধবার (১ মার্চ) গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও হুমকিসহ সারাদেশে বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন, মামলা-হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে গণ পদযাত্রা শেষে পথ সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সরকার গণ অধিকার পরিষদ এবং বিএনপিসহ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে ও পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। বিরোধী মত দমনে সরকার আবারও মামলা-হামলার পুরানো পথ বেছে নিয়েছে। পুলিশ এভাবে মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে নিজেদের ক্রেডেবিলিটি হারাচ্ছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি বলেন, গুটি কয়েক দুর্বৃত্তদের কারণে পুরো বাহিনী এভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে না। তাই পুলিশকে এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সরকার আবারও পাতানো নির্বাচন করতে অনেক দলকে সিটের প্রলোভন দেখাচ্ছে। আমরা সরকারের এমন পাতানো নির্বাচনের স্বপ্ন কখনও পূরণ হতে দেবো না।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নুর বলেন, একের পর এক বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। বাজারে অনেক ওষুধের ঘাটতি দেখা দিয়েছে, শিশু খাদ্য আমদানিতে সংকট হচ্ছে। সামনে আরও ভয়াবহ সংকট তৈরি হবে।

গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান আবু হানিফ, ড.মালেক ফরাজী, শহিদুল ইসলাম ফাহিম, শাকিলউজ্জামান, পাঠান আজহার, যুগ্ম-সদস্য সচিব মশিউর রহমান, তারেক রহমান, ফাতেমা তাসনিম, জিলু খান ও অ্যাডভোকেট শিরিন আক্তার।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সরকার   নুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত