রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্রী নির্যাতনের ঘটনা তদারকি করতে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীসহ তার সহপাঠীদের তোপের  মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। হলের মূল ফটকে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা পর ওই হলে গিয়ে ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম. হুমায়ুন কবীর।

জানা গেছে, হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠনসহ দুই ছাত্রীকে দুই ব্লকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযুক্ত সংগীত বিভাগের শিক্ষার্থী নুরুন্নাহার দোলন রুম পরিবর্তনে রাজি হননি। সংগীত বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন- ছাত্র উপদেষ্টা তাদের শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। যার ফলে তারা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে হলের মূল ফটকে অবস্থান নেন এবং ছাত্র উপদেষ্টাকে সেখানে অবরুদ্ধ করেন।

অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করতে প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং সহকারী প্রক্টররা সেখানে আসেন। সংগীত বিভাগের শিক্ষার্থীদের আলোচনার জন্য অফিসে বসতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা সামনা-সামনি আলোচনার কথা বলতে থাকেন। একপর্যায়ে সমঝোতায় না আসলে বিকেল সাড়ে ৪টার দিকে দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম. হুমায়ুন কবীর এসে সংগীত বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমঝোতায় আসেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা যে তদন্ত কমিটি করেছেন এবং রুম পাল্টানোর সিদ্ধান্ত দিয়েছেন তা সঠিক হয়নি। ছাত্র উপদেষ্টার এমন সিদ্ধান্ত পক্ষপাতমূলক। এজন্য তার পদত্যাগ চাই। এছাড়াও আমাদের শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য ছাত্র উপদেষ্টাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সুমাইয়া সুলতানা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, আমরা প্রাথমিক কাজগুলো করছি। এখন আমরা বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবো। তদন্ত করে দেখে দোষীদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা করবো।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বঙ্গমাতা   শেখ   ফজিলাতুন্নেছা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত