নীলফামারীর ডোমারে মুরগি, ডিম ও সবজির দাম কমেছে। এতে ক্রেতারা কিছুটা সন্তুষ্ট হলেও বাজার মনিটরিংয়ের মাধ্যমে আরও দাম কমার দাবি ক্রেতাদের।
গত তিন দিনের ব্যবধানে সোনালি মুরগি কেজিতে ৫০ টাকা, ব্রয়লার মুরগি ৭০ টাকা দাম কমেছে। ডিমের হালিতে কমেছে ১৪ টাকা। সেই সাথে বেগুন কেজিতে ১০ টাকা, পটল ২০ টাকা, করলা ১০, রসুন ৪০ টাকা কমেছে। তবে গরুর মাংস গত তিন মাস হতে ৬৫০ কেজিই রয়েছে।
সোমাবার (২৮ মার্চ) সকালে ডোমার কাচাঁ বাজার ঘুরে জানা গেছে, তিন দিন আগে সোনালি মুরগি ছিল ৩৫০ টাকা কেজি। ৩০ টাকা কমে ৩০০ টাকায় নেমেছে। ব্রয়লার মুরগিতে ৭০ টাকা কমে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি ছিল ৫০টাকা। বেগুন ছিল ৫০ টাকা, এখন ৪০ টাকা কেজি, পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের কেজিতে ৪০ টাকা কমে ৬০ টাকা কেজি। করলা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে, তিন দিন আগে ছিল ৬০ টাকা কেজি।
মুরগি
অপু ইসলাম নামে এক ক্রেতা বলেন, প্রথম রোজার চেয়ে আজ কিছুটা দাম কমেছে। বাজার মনিটরিং প্রতিনিয়ত না করলে যেকোন সময় অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিতে পারে। ক্রেতা রশিদুল ইসলাম বলেন, সোনালী ও ব্রয়লার মুরগির কেজিতে ৫০ থেকে ৭০ টাকা কমেছে। সবজির দামও কিছুটা কমেছে। আর কিছুটা কমলে রমজান মাসে সাধারণ মানুষ আরও স্বস্তি পাবে।
কাঁচামাল বিক্রেতা মাসুম আহমেদ বলেন, প্রথম রমজানে হঠৎা সকল কাঁচামালের দাম বেড়ে। তবে আজ সকল পণ্যের দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কেজিতে কমেছে। মুরগি বিক্রেতা স্বপন ইসলাম বলেন, গত তিন দিনে আগে সোনালি মুরগি ৩৫০ ও ব্রয়লার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ সোনালি মুরগি ৩০০ ও ব্রয়লার মুরগি ১৮০ টাকা বিক্রি করছি।