রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
হোয়াটসঅ্যাপে এবার আসছে অডিও চ্যাট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১১:২৭ AM

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, একইসঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচারও। এবার টেক্সট-এর পাশাপাশি কথা ধারণ করে অডিও চ্যাট সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১২ বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন অ্যাপটি। আশা করা হচ্ছে, শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে নতুন এ ফিচার ব্যবহার করা যাবে।

এ জন্য হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে অডিও চ্যাট অপশনটি যুক্ত করা হবে। চ্যাট উইন্ডোর ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই এ অপশন চালু হবে। ফলে বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার মতোই একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে।

অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো শোনার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। তাই প্রয়োজনে সেগুলো একাধিকবার শোনাও যাবে।

অ্যান্ড্রয়েডের পাশাপাশি অডিও চ্যাট সুবিধা ভবিষ্যতে আইওএস অপারেটিং সিস্টেমেও চালু করা হবে।  

সূত্র: গ্যাজেটস ৩৬০

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অডিও চ্যাট   হোয়াটসঅ্যাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত