মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গলাচিপায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টসের দোকান
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১:২২ PM

পটুয়াখালীর গলাচিপায় একটি গার্মেন্টসের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পাশের একটি টেইলার্সের দোকান আংশিক পুড়ে যায়।

রবিবার সন্ধ্যায় পৌরসভার কলেজ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনলেও শেষ রক্ষা হয়নি বাবু খন্দকারের গার্মেন্টসের দোকানটির। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

গলাচিপা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রবিবার মাগরিবের নামাজের সময় গলাচিপা সরকারি কলেজ সংলগ্ন সড়কের পাশে গার্মেন্টসের দোকানের শাটার বন্ধ করে বাবু খন্দকার পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষ না হতেই স্থানীয়রা বাবুর দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দ্রুত সম্পূর্ণ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি টিম দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশের জুয়েল খলিফার টেইলার্সের দোকান আংশিক পুড়ে যায়। গলাচিপা ফায়ার সর্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সময়মতো তারা ঘটনাস্থলে না পৌঁছালে পাশের অনেকগুলো দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হতো। উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আবেদন সাপেক্ষে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত