মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঐশীর বিয়ের আংটিবদল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১:২৯ PM
নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশীর বিয়ের প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। ২ এপ্রিল রাতে তার আংটিবদল হয়েছে। আংটিবদলের ব্যাপারে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ছেলের (ঐশীর হবু বর) সঙ্গে আগে থেকেই ঐশীর চেনা-জানা ছিল। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের পারিবারিকভাবে পরিচয় ও আংটিবদল হয়েছে। সামনে সুন্দর দিনক্ষণ দেখে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা হবে। ঐশীর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

ঐশীর মা নাসিমা মান্নান আরও জানান, ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন। বর্তামনে সাকিব একটি ঔষধ কোম্পানিতে চাকরি করছেন।

উল্লেখ্য, গানের পাশাপাশি ঐশী চিকিৎসক হিসেবেও সুনাম অর্জন করেছেন। রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজে থেকে ২০২১ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন তিনি।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রে’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর। ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সর্বশেষ ঐশীর কণ্ঠের ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঐশী   আংটিবদল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত