সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মৎস্য অভিযানে জব্দকৃত মাছ, লুটের অভিযোগ
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৭:৪৭ PM
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান পরিচালনায় জব্দকৃত মাছ লুটের অভিযোগ উঠেছে।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার এলাকায় পদ্মানদীতে জেগে ওঠা নতুন চরে বাঁশের বেড়া দিয়ে কয়েকশ মিটার এরিয়া জুড়ে ভেসালের মাধ্যমে মাছ শিকার করতো স্থানীয় এলাকার বাসিন্দা করিম। 

সেই বাধ এবং ভেসাল দিয়ে মাছ আহরণ অবৈধ হওয়ায় জেলা,উপজেলা মৎস্য কর্মকর্তা, থানা পুলিশের সমন্বয়ে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার সময় স্থানীয়দের ভাষ্যমতে প্রায় দেড়মণ পিয়ালি ও খল্লা মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী- ৩০/৪০ কেজি মাছ জব্দের স্বীকারোক্তি প্রদান করেছেন। এবং স্থানীয় আন্ধারমানিক এতিমখানায় দিয়েছেন বলেও স্বীকারোক্তি প্রদান করেন। খোঁজ নিয়ে জানা যায়, আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় উপজেলা মৎস্য অফিস কর্তৃক গত সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তারা কোন মাছ পাননি।

কুশিয়ারচর এলাকায় বাঁশের বাধ দিয়ে ভেসালের মাধ্যমে মাছ আহরণকারী করিম জানান, আমার আশপাশে আরও ৪/৫ টি এরকম বাধ ও ভেসাল আছে। তাদের কিছু না বলে আমার এতোবড় ক্ষতি করলো, আইন সবার জন্য সমান হলে আমার বেলায় এতো বেশি কেন? খল্লা এবং পিয়ালি মাছ প্রায় দেড়মণ জব্দ করে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা আমাকে বলে গেছে, এক হাজার টাকা দিলে এমনটি হতো না।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী মুঠোফোনে জানান, কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় পদ্মাপাড়ে বাধ দিয়ে ভেসালের মাধ্যমে মাছ ধরছিলো এক লোক। সেই বাধ এবং ভেসাল ধ্বংস করি, সেইসাথে প্রায় ৩০/৪০ কেজি মাছ জব্দ করে আন্ধারমানিক মাদ্রাসায় দিয়ে দেয়া হয়। আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিমসহ অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা জানান, গত সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা মৎস্য অফিস কর্তৃক তারা কোনো মাছ পায়নি।

তবে, উপজেলার দড়িকান্দি সারোয়ার হোসেন হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রমজান আলী জানান, গত সোমবার ঝিটকা হরিরামপুর মোড় হতে মৎস্য কর্মকর্তা আমাদের মাদ্রাসায় আনুমানিক ৭/৮ কেজি মাছ দেয়। একটু পরেই আবার সেই মাছ অর্ধেকের বেশি ফিরিয়ে নেয়। মোট ২ কেজির মত মাদ্রাসায় দেয় বলেও জানান তিনি। মৎস্য অভিযানে অংশ নেয়া হরিরামপুর থানা এসআই মো. তোফায়েল আহমেদ জানান, অভিযানে কিছু গুরাগারি মাছ জব্দ করা হয়। জব্দকৃত কিছু মাছ সাবেক ভাইস চেয়ারম্যান সবুজ ভাইয়ের মাদ্রাসায় দেয়া হয় আর কিছু মাছ মনে হয় জেলা মৎস্য কর্মকর্তা নিয়ে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, আমি মাছগুলো জব্দ করে ঝিটকা বাজার পর্যন্ত এসে উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট বুঝিয়ে দিয়ে আসছি। ইউএনও মহোদয়ের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো বিতরণ করার জন্য বলে দিয়ে চলে আসছি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, জেলা,উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান দিয়েছে জানি। তবে, মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে আমাকে অবগত করা হয়েছে। সঠিকভাবে বিতরণ করা হয়নি বলে আপনার কাছ থেকে শুনলাম। এ ধরনের কিছু ঘটে থাকলে তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   জব্দকৃত   মাছ   লুট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত