মধুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়ালেন ফরিদপুরের মানবিক জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের মসনন্দপুরে (গাজিখালী) আগুনে পুড়ে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে সোমবার বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এবং পুনরায় বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মধুখালি উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, কামারখালি ইউনিয়ন চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান বাবু।
বাবু/জেএম