শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
কৃষ্ণচূড়ায় রঙিন জবি ক্যাম্পাস
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৫:৫২ PM আপডেট: ০৫.০৫.২০২৩ ৬:০১ PM
কৃষ্ণচূড়ার লাল রঙে নৈসর্গিক সাজে সেজেছে পুরান ঢাকার এক টুকরো সবুজের প্রাণকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। 

ক্যাম্পাসের নানা স্থানে উঁকি দিয়েছে আগুনঝরা কৃষ্ণচূড়া। নজরকাড়া ফুলের বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। প্রকৃতির এমন উপহার যেন শিক্ষার্থীদের হৃদয়ে এনে দিয়েছে স্বস্তির ছাপ। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের তীব্র অশান্তিতে খানিকটা প্রশান্তির বার্তা নিয়েই বুঝি কৃষ্ণচূড়ার আগমন ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আনাচে-কানাচে রক্তিম পরিবেশ যেন এক নৈসর্গিক সৌন্দর্যের জানান দিচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ধরে সামনে এগিয়ে গেলেই রফিক ভবনের সামনে, শান্তচত্বরে, ক্যাফেটেরিয়ার সামনে চোখে পড়ে কৃষ্ণচূড়ার গাছ। এছাড়া সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিভাগের সামনে, মুক্তমঞ্চের আশেপাশে, সায়েন্স ফ্যাকাল্টির পুরোটা জুড়ে ও একাডেমিক ভবনের পেছনেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জুড়ে কৃষ্ণচূড়ার আচ্ছাদন। কৃষ্ণচূড়া যেন সূর্যের সবটুকু উত্তাপকে শুষে নিয়ে সৌন্দর্যের এক অভিনব উত্তাপ ছড়াচ্ছে পুরো ক্যাম্পাসজুড়ে। সে উত্তাপেই পুড়ে যাচ্ছে সকল ক্যাম্পাসবাসী।

ক্যাম্পাসে সবুজের মাঝে কৃষ্ণচূড়ার লাল আভা দেখে মনে হয় যে কেউ সবুজের মাঝে একে দিয়েছে লাল রং। সবুজ জবি প্রাঙ্গণে গাঢ়-লালের বিস্তার যেন বাংলাদেশের জাতীয় পতাকারই প্রতিচ্ছবি।

কৃষ্ণচূড়ার এমন বাহারি রূপে মুগ্ধ হয়েই হয়তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন,‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরী কর্ণে/আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।’

কৃষ্ণচূড়া ফুলের রঙিন ক্যাম্পাস নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্পা বিনতে আসাদ বলেন, তীব্র গরমে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য, প্রকৃতির সাজ সাজ রব আমাদের এক অপার প্রাপ্তির কথা বলে। মনে এক অনাবিল সুখ এনে দেয়। রুক্ষতা, ভ্যাপসা গরম আর ধুলোবালির বাইরে ক্যাম্পাসের এ কৃষ্ণচূড়া গাছের নিচে বসে এক প্রশান্তির নিশ্বাস নেওয়া যায় কিছুক্ষণের জন্য হলেও মন হারিয়ে যায় প্রকৃতির মাঝে।

বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী নাজমুস সাফিন বলেন,‘ঈদের ছুটি কাটিয়ে এসে কৃষ্ণচূড়ায় পরিপূর্ণ লাল টুকটুকে ক্যাম্পাস দেখে মনে হচ্ছে যেন ঈদের শেষে আবার কোথাও ঘুরতে এসেছি। এমন সুন্দর দৃশ্য দেখে নিজের সবুজে ঘেরা গ্রাম ছেড়ে আসার জন্য যে মন খারাপ লাগতেছিলো তাও যেন ভুলে গেছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কৃষ্ণচূড়া   জবি   ক্যাম্পাস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত