সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ২:৪৬ PM
রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার কিশোরসহ চারজনকে ৩৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ভোররাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৩।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাসে সন্দেহের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় ৩৭৬০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পীরগঞ্জের আবু তাহেরের ছেলে নাজমুল ইসলাম শুভ (২৪), আব্দুর রউফ মিয়ার ছেলে  মিলন (২৪), মোন্নাফ মিয়ার ছেলে লিটন মিয়া (২১) এবং এবং মিঠপুকুর উপজেলার চন্ডি বর্মনের ছেলে জয় চন্দ্র (১৬)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইয়াবা   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত