শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ট্রাক লরিতে মাদক পাচার : ফেন্সিডিল সহ আটক ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৪:৪৫ PM

মো: সাগর আলী (২৬) পেশায় একজন ড্রাইভার৷ ঢাকা-চট্টগ্রাম রুটে বিশাকার ট্রাক লরি নিয়ে নিয়মিত চলাচল করেন৷ তার সহাকারী হিসেবে কাজ করতেন মো: হানিফ (২৪)। এই গাড়ী চালানোর পেশার আড়ালে তারা দু'জন জড়িয়ে পড়ে মাদক পাচারের সাথে। তবে শেষ পর্যন্ত র‍্যাব-৭ এর হাতে ১২৩ পিস ফেন্সিডিল সহ আটক হয় চক্রটি।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে (৬ মে) ভোর সাড়ে চারটায় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি সন্দেহজনক লরি গাড়িকে থামানোর সংকেত দিলে লরিটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা উক্ত লরিসহ দুইজনকে আটক করে৷ পরে আটককৃতদের দেখানো মতে লরির ড্রাইভিং সীটের পিছনে করার স্থানে লুকানো অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ২৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগাড়া থানার তারিকুল ইসলামের ছেলে মো: সাগর আলী (২৬), কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মৃত কাজী আনোয়ার হোসেনের ছেলে মোঃ হানিফ (২৪)৷ এসময় উক্ত লরিটিও জব্দ করা হয়। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বাংলাদেশ বুলেটিনকে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশী দামে বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নুরুল আবছার।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত