মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বাঞ্চলের নিজনি নভগোরদ অঞ্চলে লেখক জাখার প্রিলেপিনের অডি কিউ-৭ এ বিস্ফোরণ ঘটেছে। ছবি / তাস নিউজ অ্যাজেন্সি
রাশিয়ার যুদ্ধপন্থী জাতীয়তাবাদী লেখক জাখার প্রিলেপিন গাড়িবোমা হামলায় আহত হয়েছেন। তবে এই হামলায় তার গাড়ির চালক নিহত হয়েছেন। হামলার পরপরই এই ঘটনার সাথে ইউক্রেন ও পশ্চিমারা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, শনিবার রাজধানী মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বাঞ্চলের নিজনি নভগোরদ অঞ্চলের একটি গ্রামে লেখক জাখার প্রিলেপিনের অডি কিউ-৭ এ বিস্ফোরণ ঘটেছে।
রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করছে। বিস্ফোরণের পর প্রিলেপিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার এই সরকারি কমিটি।
ওই কমিটি একটি কাঠের পাশে উল্টে যাওয়া সাদা গাড়ির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, গাড়িটির পাশে মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং কাছাকাছি ধাতব টুকরো পড়ে রয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গাড়িবোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তি ‘ইউক্রেনের নাগরিক।’ অতীতে সহিংস ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
রাশিয়ার জরুরি পরিষেবা সংস্থার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, প্রিলেপিনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তার শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রিলেপিন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পক্ষের ঔপন্যাসিক হিসাবে পরিচিত। দেশটিতে সামরিক যুদ্ধ শুরু হওয়ায় তা নিয়ে অনেক সময় গর্বও প্রকাশ করেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশি ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু হয়। এই হামলার পর থেকে প্রখ্যাত যুদ্ধপন্থী তৃতীয় ব্যক্তি হিসাবে দেশটিতে বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি।
রাশিয়া আগের দুটি হামলায় সাংবাদিক দারিয়া দুগিনা এবং যুদ্ধপন্থী ব্লগার ভ্লাদলেন তাতারস্কির মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করে। তবে কিয়েভ এসব হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক শনিবারের বিস্ফোরণ সম্পর্কে টুইটারে রহস্যময় এক মন্তব্য টুইট করেছেন। টুইটারে তিনি বলেছেন, লেখক প্রিলেপিনের ওপর এই হামলা রাশিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলে মনে হচ্ছে।
সূত্র: রয়টার্স।
বাবু/মম