বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
রেড ক্রিসেন্ট দিবসে নেত্রকোনা জেলায় সেরা কেন্দুয়া উপজেলা ইউনিট
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:৪৭ AM

নেত্রকোনা জেলায় ৮ম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিম ১ম ও শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

স্বীকৃতি প্রাপ্ত কেন্দুয়া উপজেলা ইয়ুথ লিডার ফুয়াদ হোসেন বাবু'র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যুব রেড ক্রিসেন্ট, কেন্দুয়া উপজেলা ইউনিট।

তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা রেড ক্রিসেন্টের কর্মকান্ডসহ সমাজে অন্যান্য সামাজিক কাজেও করে যাচ্ছি যার ফলস্বরূপ আমরা কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্টে টিম নেত্রকোনা জেলায় একমাত্র শ্রেষ্ঠ ও প্রথম হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।

গত মঙ্গলবার নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৮ম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভায় নেত্রকোনা ফৌজদারী মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.আশরাফ আলী খান খসরু।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, (সংরক্ষিত) হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার প্রমূখ।

এ সময় নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত