শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, আমাদের প্রজন্মের প্রত্যেকের হাতে স্মার্টফোন। সবাই ইন্টারনেট সুবিধার আওতায়। তারা চাইলেই ই-বুক, ই-জার্নাল একসেস নিতে পারে। আইসিটি শিখবে, ডিজিটাল মার্কেটিং শিখবে। তোমরাই হবে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার প্রধান কারিগর, সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য নিবেদিতপ্রাণ হয়ে আমরা পাশে থাকব।
আজ শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তীর উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ, অধ্যাপক আসাদুল হক, অধ্যাপক মো. আব্দুর রশিদ ও জহিরুল হক জিল্লু।