শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
তুরস্কে ভোট গ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩, ২:৫৯ PM

আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে রোববার সকাল থেকে তুর্কিরা ভোট প্রদান করছেন। এ নির্বাচনে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা রিসেফ তাইয়েপ এরদোগান হেরে যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

এই ভোটের মাধ্যমে শুধু তুরস্কের পরবর্তী নেতাকে নির্বাচন করা হবে না বরং ন্যাটোর সদস্যভূক্ত এ দেশটি ন্যাটোর প্রতিনিধিকেও নির্বাচন করবেন। বর্তমানে দেশটিতে জীবনযাত্রার মান বহুগুণ বেড়েছে। এছাড়া তুরস্কের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক নাটকীয়ভাবে মোড় নিয়েছে।

তুরস্কের এবারের নির্বাচনে এরদোগানের সবচেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামাল কিলিকদারোগ্লু। বিরোধী ছয়টি দল নিয়ে তিনি একটি জোট গঠন করেছেন। যেখানে তাকে প্রধান করা হয়েছে। এ নির্বাচনে যদি কেউ ৫০ শতাংশের কম ভোট পেতে ব্যর্থ হয় তাহলে আগামী ২৮ মে দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচনটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন তিন মান আগে তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ নিহত হয়। এ ভূমিকম্পে এরদোগারে বিরুদ্ধে উদ্ধার তৎপরতায় ধীরগতির অভিযোগ আনা হয়। যদি এটি একটি ছোট ঘটনা, তারপরও ভোটে এরদোগানের বিরুদ্ধে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এ নির্বাচনে ভোটারদের বিভক্তি হয়ে পড়ার শঙ্কা রয়েছে। কারণে এ নির্বাচনে বিভিন্ন দল রয়েছে। যার মধ্যে আছে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের ইসলাম পন্থি একে পাার্টি, জাতীয়তাবাদি এমএইচপি এবং অন্যান্য দল। এছাড়া রয়েছে ছয় দল নিয়ে গঠিত ছয় বিরোধী দলীয় পার্টি, রয়েছে সেকুলারিস্ট রিপাবলিক্যান পিপলস পার্টি (সিএইচপি) যা তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক গঠন করেছিলেন।

তুরস্কের স্থানীয় সময় সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাত ৯টা আগে ভোটের কোনো ফলাফল প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত