গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবক শরীফ হোসেনের (২৬) মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আছর উদ্দিনের ছেলে। ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া এলাকায় ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়। রবিবার (১৪ মে) সকাল ১০ টায় শ্রীপুর থানা পুলিশের সহায়তায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার শামীমা আক্তার জানান, নিহত শরীফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা সকালে মাইঝপাড়া (কমলা পুকুর পাড়া) এলাকায় ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদ্যরা এসে লাশ শনাক্ত করে। দেহ থেকে ১০০ গজ দূরে ওই যুবকের মাথা পড়ে ছিল। দেহ থেকে ফার একটি হাত বিচ্ছিন্ন থাকলেও সেই হাত পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, শ্রীপুর স্টেশন মাস্টার শামীমা আক্তারের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের মাইঝপাড়া (কমলা পুকুর পাড়া) এলাকায় যুবকের খন্ডিত লাশ পড়ে থাকার খাবর পাই। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করা হয়।
ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া (কমলা পুকুর পাড়া) এলাকায় দায়িত্বপ্রাপ্ত গেইট কিপার আল-আমীন জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল করে। পরে তাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শনিবার (১৩ মে) দিবাগত রাত ১০ টায় শরীফ হোসেনকে তারা বরমী ভিটি পাড়া মোড়ে রুহুলের চা’য়ের দোকানের আশেপাশে দেখতে পান। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় রেল লাইন পাড় হতে গিয়ে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
-বাবু/সাদরিনা