তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় তামিম ইকবালের দল। সে লক্ষ্যে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
রোববার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।