শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
স্বরূপকাঠি কাঠ বাজারের দায়িত্ব পেল পৌরসভা
আনোয়ার হোসেন, স্বরূপকাঠি (পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৭:৪৫ PM আপডেট: ১৭.০৫.২০২৩ ৭:৫৭ PM
স্বরূপকাঠি কাঠ বাজারের খাজনা আদায়ের দায়িত্ব পেল পৌরসভা। গত ১১ মে আবেদনের প্রেক্ষিতে খাজানা আদায়ের অনুমতি প্রদান করেন আদালত।

স্বরূপকাঠি পৌরসভা সরকারি বিধি-নিধান মেনেই ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাঠ বাজারের ইজারা আদায় করেন। কিন্তু নিয়ম অনুযায়ী বাজারটি সরকারি তালিকায় গেজেটভুক্ত হাটবাজারের লিস্টে না থাকায় ২০১৮ সালে বরিশাল বিভাগীয় কমিশনার পৌরসভাকে ঐ কাঠ বাজারের ইজারা আদায় বন্ধ করে দেয়।

অপরদিকে মেয়রের আবেদনের প্রেক্ষিতে, ৩১মার্চ, ২০২২ সালের ভূমি মন্ত্রণালয় কাঠ মহলটি কাঠবাজার হিসেবে গেজেটভুক্ত করে চিঠি পৌরসভাকে চিঠি পাঠান। তখন মেয়র কাঠ বাজারটির জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার বরাবরে পুনরায় ইজারা আদায়ের জন্য আবেদন করেন। কিন্তু হঠাৎ করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জেলা প্রশাসক কাঠ মহলটি ইজারার জন্য টেন্ডার আহ্বান করেন। তখন মেয়র কাঠ বাজারটি ফিরে আনার জন্য আইনের আশ্রয় নেয়। দীর্ঘ পাঁচ বছর ইজারা জটিলতা নিয়ে চলমান মামলায় বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে প্রাথমিকভাবে স্বরূপকাঠি পৌরসভাকে খাস আদায়ের অনুমতি প্রদান করেন।

স্বরূপকাঠি কাঠ বাজার

স্বরূপকাঠি কাঠ বাজার

গত ১১ মে বিজ্ঞ আদালত দেওয়ানি কার্যবিধি ৩৯/১/২ অর্ডার অনুযায়ী দরখাস্তকারীর আবেদনর পরিপ্রেক্ষিতে খাজানা আদায়ের অনুমতি প্রদান করেন। এবং মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দরপত্র ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের নির্দেশ দেয়। ঐ আদেশে আরও উল্লেখ করা হয় উক্ত মকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  উক্ত কাঠ বাজারের ইজারা লপ্ত অর্থের যৌক্তিক আয় ব্যয়ে ও জমার হিসাব তিন মাস পর পর আদালতে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন ।

এ দিকে কাঠ বাজার পৌরসভার হস্তগত হওয়ায় স্থানীয় পৌর জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে ফিরে পেয়েছেন তাদের মুখে হাসি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, আগে সহকারী কমিশনানের মাধ্যমে খাজনা আদায় করা হত। কোনো সমস্যা হলে তার কাছে কিছু বলার সুযোগ পেতাম না। এখন পৌরসভা খাজনা আদায় করবে তাদের সাথে মন খুলে কথা বলতে পারবো।

পৌরমেয়র গোলাম কবির বলেন, এই কাঠ বাজারটি পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত। বাজারটি সরকারি গেজেট ভুক্ত না থাকায় মাঝে কিছু দিন সরকার খাস আদায় করেছে। এখন সেই সমস্যা আর নাই। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বরূপকাঠি   দায়িত্ব    পৌরসভা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত