নেত্রকোনার কেন্দুয়ায় গরুসহ চোরকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। আটককৃত চোর কেন্দুয়া পৌরসভার চকপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আজিজুল (২৫)। শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার আদমপুর বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুলসহ কয়েকজনের একটি সক্রিয় চক্র শুক্রবার দুপুরে কেন্দুয়া উপজেলার আদমপুর বাজারের পাশ দিয়ে গরু চুরি করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি সন্দেহ হলে আদমপুর বাজারের পাশে সাধারণ জনতা আজিজুলকে আটক করে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করলে চুরির কথা সে স্বীকার করে এবং বলে গরুটি ঈশ্বরগঞ্জ থেকে চুরি করে এনেছি।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, ‘চুরি হওয়া একটি গরুসহ এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আটক করা হয়েছে। চোরসহ গরু বর্তমানে কেন্দুয়া থানায় আটক অবস্থায় আছে। গরুর প্রকৃত মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাবু/জেএম