রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু
প্রবাসে যাওয়া হলো না দুই সন্তানের জনকের
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৭:৩৩ PM
মাত্র এক সপ্তাহ পর ব্রুনাইয়ের প্রবাস জীবনে পাড়ি দেওয়ার কথা ছিলো বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের দুই সন্তানের জনক হেমায়েত হাওলাদারের। অবৈধ বিদ্যুৎ লাইনে পৃষ্টে হয়ে পরপারে চলে যাওয়ায় আর প্রবাসে যাওয়া হলো না হেমায়েতের। নিহত হেমায়েত ওই এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। 

শুক্রবার সকালে নিহতের স্বজনরা জানান, মাছের ঘেরে পানি উঠানোর জন্য বৃহস্পতিবার রাতে বিদুতের খুটি থেকে অবৈধ লাইন নিয়ে মর্টার চালু করে ঘের মালিকরা। ওই লাইনের পাশ দিয়ে যাতায়তের সময় অবৈধ লাইনের তারে জরিয়ে মর্মান্তিত ভাবে নিহত হয় হেমায়েত। 

গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গৌরনদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরি বলেন, লাইনটি অবৈধ ছিলো কিনা জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত