নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে শুক্রবার (৯ জুন) বিরিশিরি কালচারাল একাডেমীর হল রুমে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিরিশিরি কালচারাল একাডেমীর কার্যনিবাহী পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিরিশিরি কালচারাল একাডেমীর পরিচালক গীতিকার সুজন কুমার হাজং। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিরিশিরি কালচারাল একাডেমীর সমাজ কর্মী মালা মানকিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাজিব উল আহসান, দুর্গাপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুগাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, শিক্ষাবিদ লেখক ও গবেষক মনীন্দ্র নাথ মারাক, হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং, হাজং লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং), কোচ লেখক ও গবেষক যুগল কিশোর কোচ, সমাজকর্মী সুশান্ত কোচ, মুক্তিযোদ্ধাসহ উপজেলার সকল শ্রেণি-পেশার লোকজন।
বাবু/জেএম