শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ভারতকে একশর আগেই আটকে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৩:৪৯ PM

বাংলাদেশের ক্রিকেট ব্যস্ততম দিন পার করছে আজ (১১ জুলাই)। চট্টগ্রামে যখন লিটন-সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে লড়ছে, একই সময়ে মিরপুরে ভারতের বিপক্ষে নেমেছে নারী দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে মাত্র ৯৫ রানে আটকে দিয়েছে। টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারেই নির্ধারিত ২০ ওভারে একশ রানের আগে থেমেছে তারা।

আজ (মঙ্গলবার) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি জেতা ভারত। শুরু থেকে সফরকারীরা সাবধানী ঢঙয়ে আগালেও পঞ্চম ওভারে গিয়ে তারা দারুণ হোঁচট খায়। পরপর দুই ওভারে তিন উইকেট হারিয়ে রীতিমতো গর্তে পড়ে যায় হারমনপ্রীত কৌরের দল।

এর আগে ওপেনিং জুটিতে স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা যোগ করেন ৩৩ রান। এরপরই বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তার মান্দানার স্টাম্প ভেঙে দেন। তিনি ফেরেন মাত্র ১৩ রান করে। ৩৩ রানে থাকাবস্থাতেই ভারত তিনটি উইকেট হারায়। এরপরই কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় থাকা ওপেনার শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সোবহানা মোস্তারির তালুবন্দী হওয়ার আগে শেফালি ১৯ রান (১৪ বল) করেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত