১০ কবির কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টায়, রাজধানীর কাঁটাবন কবিতাক্যাফে শিল্প-সাহিত্য ও মননের কাগজ ‘মানুষ’-এর আয়োজনে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
শিল্প-সাহিত্য ও মননের কাগজ ‘মানুষ’ এর প্রকাশক অলক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. তারেক রেজা।
‘মানুষ’-এর সম্পাদক শফিক সেলিম ও সহসম্পাদক রফিক নুর এর সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন, সরদার ফারুক, সন্তোষ ঢালী, আহমেদ শিপলু, আলমগীর নিষাদ, প্রতীক মাহমুদ সামতান রহমান, নিও হ্যাপি চাকমা, আশরাফ চৌধুরী, মাহফুজা অনন্যা ও শৈবাল নূর প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |