রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
বিএনপি অস্ত্র কিনে মজুদ করছে: ওবায়দুল কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১২:৫৩ PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তারা সীমান্ত থেকে অস্ত্র কিনে মজুদ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগ কোনো সংঘাতে যাবে না।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সহযোগী সংগঠনসগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাকে দেখতে ভালো মানুষ হলেও মুখে বিষ। নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের জানিয়েছেন, জনমত জরিপে শতকরা ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখে। আসছে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে কর্মসূচি পালনে চাঁদাবাজি করা যাবে না বলেও নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদাল চৌধুরী, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত