সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রাশিয়ার পেট্রোল পাম্পে আগুন, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১:৪৭ PM

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে তিন শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬৬ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা ও তাস।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত ককেসাস রিপাবলিক অব দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে মহাসড়কের পাশে একটি গ্যারেজে সোমবার রাতে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের পেট্রোল পাম্পেও ছড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে পেট্রোল পাম্প হওয়ায় অগ্নিকাণ্ড অনেক ভয়াবহ হয়ে ওঠে। ২৬০ জন ফায়ার সার্ভিসকর্মী সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ২৭ জনের মৃত্যুর পাশাপাশি এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৬ জন। যাদের মধ্যে ১০ জনের অবস্থা মারাত্মক।

এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর যেন সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। সবমিলিয়ে বিভীষিকাময় এক অবস্থা।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই মাখাচকালার একটি পেট্রোল পাম্পে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন আশপাশের ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পরে বিভিন্ন ভবনে আটকা পড়াদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে যারা আহত, তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। গুরুতর আহতদের দূরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি বিমানও প্রস্তুত রাখা হয়।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পেট্রোলপাম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত