লালমনিরহাট সদর থানা পুলিশ শুক্রবার (১৮ আগষ্ট) রাতে পৌরসভার উত্তর উত্তর সাপটানা মৌজাস্থ পুঠিমারি দোলার বটতলা থেকে ৭কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আকট মাদক ব্যবসায়ী মোঘলহাট ইউপির কর্নপুর এলাকার হাসেম আলীর ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহয়তায় ৭কেজি গাঁজাসহ তাকে আটক করে। মাদক আইন মামলা দিয়ে কোর্টে চালান করা হবে।
বাবু/এ.এস