বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ বলেছেন, 'বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দেশ অনেক এগিয়ে গেছে। সড়ক যোগাযোগে অভূতপূর্ব সাফল্য এনেছে শেখ হাসিনার সরকার। যার ফলে ঢাকা থেকে যে কেউ এখন অনায়াসে মাত্র কয়েক ঘণ্টায় পটুয়াখালীসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসতে পারছে।
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ফোরলেন রাস্তার কাজ চলছে। সেটি কমপ্লিট হলে পায়রা সমুদ্রবন্দর হবে ঢাকার ব্যবসায়ীদের কাছে অন্যরকম দৃষ্টান্ত'। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং সারা পাটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় তিনি আরো বলেন, 'ইতিমধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় সাড়ে ১২শ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযোগ দিচ্ছে। এসবই হচ্ছে শেখ হাসিনার অবদান। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলকে অন্যদৃষ্টিতে দেখে, যে কারণে এই অবহেলিত অঞ্চল এখন সারাদেশের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাই আগামী নির্বাচনে তাকে আবার বিজয়ী করতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার কিচলুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আসলামুজ্জামান আসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ,সদস্য এডভোকেট শাহিন জামান, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি মাহাবুবা আক্তার রানু, মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বাবলু প্রমুখ।
বাবু/এ.এস