খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী খাল থেকে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশ খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
জানা গেছে, নিহত বিশ্বজিৎ (৫২) উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গা চকের রামপদ ঢালী ছেলে। সে মানষিক ভারসাম্যহীন ছিলো এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলো। সে বোনের বাড়ি কয়রা উপজেলার হাতিয়ার ডাঙ্গায় যাওয়ার সময় পথিমধ্যে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী নামক স্থানে মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম