২০২২-২৩ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-ই আলম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ওসি মো. লাইছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরুন নাহার নুরী, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ সরকার, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ সহ ইমাম-খতিব, সুপার, শিক্ষক ও মুহতামিমগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০১ জনের মাঝে একটি করে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন।
বাবু/জেএম