বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ পৌরসভায় সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদির নিজস্ব অর্থায়নে পৌরসভার পুরান পল্লান পাড়া ও দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) প্রত্যেক সভাস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, খতমে কুরআন, নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে টেকনাফ পৌর সভার দুটি ওয়ার্ডে প্রায় ২০ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়। খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে প্রথম সভার পরে দক্ষিণ জালিয়া পাড়া মাঠে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর ও প্যালেন মেয়র মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন উখিয়া আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ জাফর আহমদ, কাউন্সিলর কোহিনুর আক্তার, আব্দুস শুক্কুর সিআইপি, সরোয়ার আলম, ওমর ফারুক সিআইপি, শাহাজাহান মিয়া, কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, কাউন্সিলর হাফেজ এনামুল হাসান, জিয়াউর রহমান জিয়া, ছৈয়দ হোসেনসহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফিরাতের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টেকনাফ বাস স্টেশন মসজিদের ইমাম।
বাবু/জেএম