নীলফামারীর ডোমারে অপচিকিৎসার অভিযোগে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে তদন্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মমিনুর রহমান নামে এক ভুক্তভোগীর সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় তদন্ত করে উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স সার্জন ডা. হযরত আলী তদন্ত কমিটির প্রধান। অন্যান্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, ডা. জওহার অন্যান্যা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমীন রহমান।
অভিযোগে জানা যায়, মমিনুর রহমান নামে এক ব্যক্তি দাঁতের ব্যথা নিয়ে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরের চিকিৎসক মো. সুমন রহমানের কাছে যায়। সুমন রহমানের কাছে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগীর দাঁতের ব্যথা বেড়ে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে।
তদন্ত কমিটির প্রধান ডা. হযরত আলী বলেন, অভিযোগের ভিত্তিতে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে তদন্ত করা হয়েছে। এখানে এক্স-রে করার কথা উল্লেখ থাকলেও কোন এক্স-রে মেশিন পাওয়া যাওয়া নাই। চিকিৎসার জায়গার সংকুলানসহ বেশ কিছু অসংগতি দেখা গেছে। তদন্ত রিপোর্ট সিভিল সার্জন বরাবরে দ্রুত জমা দেওয়া হবে। এরপর পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা গ্রহণ করবেন।
বাবু/জেএম