সোনাগাজী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে মঙ্গলবার সকালে ২ দিনব্যপী (১২-১৩ সেপ্টেম্বর) কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক কৃষিবিদ মো. একরাম উদ্দিন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম, এডিডি ডিএই কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল আমিন শেখ।
উল্লেখ্য ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে সোনাগাজীর সকল ইউনিয়ন হতে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস হতে প্রশিক্ষণার্থী প্রতিজনকে ৪টি ফলের চারা ও ১০ প্যাকেট করে বীজ বিতরণ করা হয়।
বাবু/জেএম