মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কমলগঞ্জে প্রাইভেট কারসহ ভারতীয় বিড়ি আটক
আরমগরি হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৬ PM
মৌলভীবাজারের কমলগঞ্জে পাচারকালে প্রাইভেট কারভর্তি ১ লক্ষা ৩৮ হাজার ভারতীয় নাসির বিড়িসহ আটক করেছে শমশেরনগর পুলিশ ফাড়ি। জানা যায়, কমলগঞ্জ- সরিষা তলা পয়েন্ট সম্মুখ থেকে প্রাইভেট কার যোগে (নং ঢাকা মেট্রো গ-১৩-০৫২৬) ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি পাচার হচ্ছিল। 

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শমশেরনগর পুলিশ ফাড়িঁর এস আই কাশী শর্মা এটি এস আই দিপক রায় নেত্বতেৃ গাড়িটির গতিরোধ করে। এসময গাড়ির চালক ও সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় শরিফপুর ইউনিযনের মানগাঁও গ্রামের কামাল বক্স (৩০) ও অজ্ঞাত ব্যক্তিসহ একটি মামলা দায়ের করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত কারটি জব্দ করা হয়। আটককৃত নাসির বিড়ির বাজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার  টাকা।

 শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত