মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডোমারে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৫ PM
বাড়ির বাইরে আসতেই মুখ চেপে ধরে ভিতরে নিয়ে যায় তরিকুল মেম্বার। এবং আমাকে বলে, কোন কথা বলবি না। এরপর আমার শয়ন ঘরের পার্শ্বে নিয়ে জোড় করে ধর্ষণ করে। এভাবেই সংবাদকর্মীদের কাছে কথাগুলো বলছেন নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম আঠিয়াবাড়ী এলাকর দুই সন্তানের জননী ২৫ব ছর বয়সী এক গৃহবধূ। গৃহবধূর স্বামী ঢাকায় রিক্সা চালায়।

বৃহষ্পতিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবি করেন ভুক্তভোগী নারী। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধীক লোকের উপস্থিতি ঘটে। এর আগে গত বুধবার (১৩ সেপ্টম্বর) রাত নয়টায় উল্লেখিত নারীর বাড়িতে ঘটনাটি ঘটে।

প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান (বোল্ডার) জানান, একটি সম্মেলনে যোগ দিতে চেয়ারম্যান ঢাকায় অবস্থান করেছে। ওই নারীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান আসলে বিষয়টি দেখা হবে।

অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, বিষয়টি ওই রকম নয়। ওই নারীর খুব অভাব রয়েছে। আমার কাছে এক বস্তা চাল চেয়েছিল। আমি রাতে ওই বাড়িতে চাল দিতে গেলে স্থানীয় কয়েকজন ছেলে দেখে ফেলে। তারাই আমাকে সন্দেহ করেছে। ইউপি চেয়ারম্যান রাসেল রানা ফোন দিলে রিসিভ না করায়, তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাবু/জেএম                                         
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত