মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লিবিয়ায় বাংলাদেশের ত্রাণ যাচ্ছে আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ PM

বাংলাদেশের পক্ষ থেকে লিবিয়ায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)। এদিন রাত ৮টার দিকে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ১৩০জে পরিবহণ বিমান লিবিয়ার উদ্দেশে রওনা হবে।

দেশটিতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রেসিডেন্টের আহ্বানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে এবং সৃষ্ট বন্যায় ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ত্রাণ সামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ঔষধ পাঠানো হচ্ছে।

এ ছাড়া সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বিমানে করে লিবিয়াতে পাঠানো হচ্ছে।

বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর প্রত্যাবর্তনের পরিকল্পনা রয়েছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লিবিয়া   বাংলাদেশ   ত্রাণ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত