এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গত বছরের দুই ফাইনালিস্টের ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সেই কারণে নির্ধারিত সময়ে হয় নাই টস। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচ হবে ৪৫ ওভারে।
আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে, রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। লঙ্কানদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।
ওয়েদার চ্যানেল জানায়, কলম্বোতে দিবারাত্রীর এই ম্যাচটিতে ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিবিসির ওয়েদার আপডেট বলছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।
দুই দলই একটি করে জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে- শ্রীলঙ্কা ও পাকিস্তান। ঘরের মাঠে কলম্বোতে বাংলাদেশকে ২১ রানে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করে শ্রীলঙ্কা। পরের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করে শ্রীলঙ্কা।
অপরদিকে, সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। কিন্তু পরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানের হারের লজ্জা পেতে হয় বাবর আজমদের।
পাকিস্তানের একাদশ: মোহাম্মদ হারিস, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জামান খান।
বাবু/জেএম