মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সেনাপ্রধানকে আইপিএসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২১ PM
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভে (আইপিএসি) যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সেনাপ্রধানকে টেলিফোনের মাধ্যমে ভারতের দিল্লিতে অনুষ্ঠাতব্য আইপিএসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান ভারতের সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দুপুর ১টার দিকে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে টেলিফোনের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আইপিএসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। আগামী ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আইএসপিআর আরও জানায়, এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এতে তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন। এ আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত