বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
হারানো টাকা ও মালামাল খুঁজে দিচ্ছে থানার পুলিশ
“আমার গাড়ি নিরাপদ” অ্যাপে’র সাফল্য
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৪ PM আপডেট: ১৪.০৯.২০২৩ ৮:৫১ PM
চট্টগ্রাম নগরী অটোরিকশার যাত্রীদের নিরাপত্তায় ২০২১ সালে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে একটি অ্যাপ চালু করেন নগর পুলিশের তৎকালীন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অ্যাপটি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যাত্রীদের মূল্যবান মালামাল এমন কি নগদ অর্থ উদ্ধারে বেশ সাফল্যের দেখা মিলছে। প্রতি মাসেই বিভিন্ন থানায় হারানো মালামাল ও কয়েকলক্ষ টাকা পর্যন্ত উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের রেকর্ড গড়ছে। 

চলতি সেপ্টেম্বর মাসে সপ্তাহের ব্যবধানে দুটি থানা পুলিশের সহায়তায় দুই অসহায় ব্যক্তির কয়েক লক্ষাধিক হারানো টাকা দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পাঁচলাইশ ও হালিশহর থানার পুলিশ। কাকতালীয় ভাবে উভয় ঘটনায় হারানো টাকাগুলো অসুস্থ স্বজনের চিকিৎসার জন্য রাখা ছিল যা মন ভুলে সিএনজি অটোরিকশাতে ফেলে যায়। একেতো অসুস্থ স্বজন তার ওপর টাকা হারানোয় ঘটনায় দিশেহারা মানুষের সহায় হয়ে অনন্য নজির রাখছে থানার পুলিশ। 

গত ১০ সেপ্টেম্বর মসজিদের ইমাম নজরুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসার জন্য দীর্ঘদিনের সঞ্চয় ৪৫ হাজার টাকা আগ্রাবাদ এলাকার একটি ব্যাংক থেকে তুলে একটি সিএনজি অটোরিকশা চড়ে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফিরে। বাসায় ফেরার পর নজরুল ইসলামের খেয়াল হয় সিএনজি আটো রিকশার সিটের পেছনে  একটি কালো রঙের ব্যাগের মধ্যে ব্যাংক হতে উত্তোলনকৃত টাকা, পাসপোর্ট, সার্টিফিকেট এবং বিভিন্ন ধরনের ডাক্তারি রিপোর্টসহ সব কিছু সেটাতেই ফেলে এসেছেন। একেতো অসুস্থ স্ত্রী অন্যদিকে নগদ অর্থ পাসপোর্ট সব হারিয়ে দিশেহারা নজরুল ইসলাম নানান স্থানে ছুটোছুটি করে অবশেষে হালিশহর থানায় অফিসার ইনচার্জ এর নিকট এসে ঘটনার বিস্তারিত জানায়।  হালিশহর থানার সদ্য যোগ দেয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়সার হামিদ এর নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) মোজাহেদুল ইসলাম এর নেতৃত্বে  এসআই (নিঃ) সুফল কুমার দাশ এবং এসআই (নি:) মোবিনুল ইসলাম ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানে স্থাপিত প্রায় ১০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিএনজি টেক্সিটি শনাক্ত করেন। পরবর্তীতে আমার গাড়ি নিরাপদ এর ডাটাবেজ থেকে সিএনজিটির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একপর্যায়ে বাকলিয়া থানাধীন মিয়া গলি এলাকা থেকে সেই সিএনজি চালককের সন্ধান পান৷ এরপর উদ্ধার হয় নজরুল ইসলাম এর হারানো ব্যাগ, নগদ ৪৫,০০০/- টাকা এবং ব্যাগে থাকা পাসপোর্ট ও বিভিন্ন ডাক্তারি  সার্টিফিকেট ৷ 

হারানো গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ অর্থ ফিরে পেয়ে মসজিদের ইমাম নজরুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, পুলিশ যে আন্তরিকতার সাথে দ্রুততম সময়ে আমার নগদ টাকা ও আমার সব মালামাল উদ্ধার করে দিলো সেটা আমি কল্পনাও করিনি। আজ আমার স্ত্রীর চিকিৎসা অনিশ্চিত হয়ে যেতো।  আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ ৷ 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মোঃ রহিম উদ্দিন বিবিরহাট বাসা থেকে একটি ব্যাগে ১ লাখ ৯০ হাজার টাকাসহ অসুস্থ সন্তান, স্ত্রীকে নিয়ে বিবিরহাট দুই নম্বর গলি থেকে চমেক হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ট্রেক্সিতে চড়ে রওনা দেয়। পরে চমেক হাসপাতালে মূল গেইটে সিএনজি চালককে ভাড়া দিয়ে সবাই নেমে যায়। কিছুদূর যাওয়ার পর ব্যাগের কথা মনে হয় সিএনজি থেকে টাকার ব্যাগটি নেয়া হয়নি। রহিম উদ্দিন যেখানে নেমেছিলাম সেখানে ছুটে গিয়ে দেখে ততক্ষণে সিএনজি চলে গেছে। পরে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সেই সিএনজির সন্ধান না পেয়ে সন্তানের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় পড়ে পাঁচলাইশ থানায় ছুটে যায়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা সিএনজি অটোরিকশায় টাকার ব্যাগ ফেলে আসার বিষয়টি অবগত হয়ে দ্রুত থানার পুলিশকে তাৎক্ষণিক ঘটনাস্থলে প্রেরণ করে এবং আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করতে বলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই সিএনজি অটোরিকশা শনাক্ত করা হয়। ডাটাবেজ থেকে তথ্য নিয়ে সিএনজির মালিকের সঙ্গে যোগাযোগ করে সিএনজি চালককেও শনাক্ত করা হয়। সিএনজি অটোরিকশা চালক শনাক্ত হওয়ার পর চালক টাকার বিষয়টি অস্বীকার করে। পরে চালকের বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগে টাকা ও অন্য জিনিসপত্র ছিল। ওসি সন্তোষ চাকমা অন্যান্য অফিসারদের সাথে নিয়ে টাকাসহ ব্যাগটি সেই মালিকের হাতে তুলে দেয়।

নগদ অর্থ ও মালামাল বুঝে পেয়ে মোঃ রহিম উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে বলেন, হারানো টাকা পুলিশ এত দ্রুত উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পুলিশের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত