বরিশালের গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের কটকস্থল এলাকায় টিনের চালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে মানুষের নজর পড়ে।
কখনও বিভিন্ন গাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই। সকালে গোরক্ষডোবা, তাঁরাকুপি গ্রামে এই দৃশ্য দেখা যায়।
শনিবার সকাল থেকে লোকালয়ের বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষুধার্ত বানরটিকে খাবারও দিচ্ছেন। এলাকাবাসীর ধারণা বাথী থেকে পাশর্^বর্তী মাদারীপুরের চরমগরিয়া এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। চরমগরিয়া বানরের অভয় আশ্রম। সেখান থেকে খাবারের সন্ধ্যানে লোকালয়ে আসতে পারে।
বাবু/জেএম