সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খাবারের সন্ধানে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৬ PM
বরিশালের গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের কটকস্থল এলাকায় টিনের চালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে মানুষের নজর পড়ে। 

কখনও বিভিন্ন গাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই। সকালে গোরক্ষডোবা, তাঁরাকুপি গ্রামে এই দৃশ্য দেখা যায়।

শনিবার সকাল থেকে লোকালয়ের বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষুধার্ত বানরটিকে খাবারও দিচ্ছেন। এলাকাবাসীর ধারণা বাথী থেকে পাশর্^বর্তী মাদারীপুরের চরমগরিয়া এলাকার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। চরমগরিয়া বানরের অভয় আশ্রম। সেখান থেকে খাবারের সন্ধ্যানে লোকালয়ে আসতে পারে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত