মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দেশীয় ওয়ান শুটার ও কার্তুজসহ রাজবাড়ীতে গ্রেফতার ২
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৪ PM আপডেট: ১৬.০৯.২০২৩ ৫:৪৭ PM
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ জাহাঙ্গীর শেখ (২১) ও  আশরাফ ওরফে আশরাফুল শেখ (৪২) নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর শেখ কুষ্টিয়া জেলার শিমুলিয়া ইউপি এলাকার মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে ও আশরফ ওরফে আশরাফুল শেখ একই জেলার ওসমানপুর ইউপি এলাকার মৃত দুলাল শেখের ছেলে। ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা নং- ১০, তারিখ- ১৬/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)(f) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করীম । তিনি জানান , আসামিদের প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র-গুলি পরস্পর হাত বদলের মাধ্যমে তাদের নিজ নিজ হেফাজতে রেখে পাংশা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। তারা সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা চাইত, চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিত।

এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলায় অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। অস্ত্রধারী যেই হোক না কেন তাদের ধরে আইনের আওতায় আনা হবে। রাজবাড়ী জেলার মানুষ শান্তিপ্রিয়, তাদের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত