মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পাঁচশ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪২ AM

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির নাম হচ্ছে ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি’। ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। পর্ষদ অনুমোদনের পর এবার চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। সংস্থা দুটির সম্মতির পরপর বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৮৭৮ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। ৮৭ কোটি ৮১ লাখ ৩২ হাজার ১০৭টি শেয়ারের ব্যাংকটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৫ শতাংশ (৩ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ) লভ্যাংশ দিয়েছিল।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত