সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক ভ্যান চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভ্যান চালক বাদশা আলম (৪০) বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আলী হোসেন জানান, নিহত ভ্যানচালক আড়ত থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে শাহানগাছা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থানলে ভ্যানচালক নিহত হয় আহত হয় আরো ৩ জন।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবু/জেএম